বারাণসী থেকে ১৪ মে মনোনয়ন জমা নরেন্দ্র মোদীর! শাস্ত্রমতে ওই দিন রয়েছে কোন শুভ তিথি?

Entry Thumbnail
Bikash Deb

এই নিয়ে পর পর তিনবার উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ বছর আগে ২০১৪ সালে তিনি এই কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন পেশ করেছিলেন প্রথমবার। সেই বছর প্রথমবার বিজেপির তরফে সাংসদ হয়ে তাঁর প্রথম সংসদে প্রবেশ, আর সেই বছরই তিনি প্রধানমন্ত্রী হন। ২০২৪ লোকসভা ভোটে ইতিমধ্যেই বিজেপির তরফে তিনি বারাণসী কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন। আর মনোনয়ন পেশ হতে চলেছে ১৪ মে।১০ বছর আগে যখন মোদী বারাণসী কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পেশ করেছিলেন, তিনি বলেছিলেন, ‘আমায় মা গঙ্গা ডাক দিয়েছেন’। তাঁর সেই ভাষণ মুহূর্তে চর্চায় উঠে এসেছিল। ২০২৪ সালে ১৪ মে মনোনয়ন জমা দিচ্ছেন মোদী। আর সেই দিনই পড়েছে শাস্ত্র মতে গঙ্গা সপ্তমীর তিথি। এই বিশেষ উৎসবের সময়কালে মোদী ১৩ মে বারাণসীতে মেগা রোডশো করতে চলেছেন। শাস্ত্রমতে গঙ্গা সপ্তমী মূলত পালিত হয় গঙ্গার আবির্ভাবের তিথি হিসাবে। এই দিনে গঙ্গা পুজোও করা হয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, ব্রহ্মার কমন্ডল থেকে এই দিনে উত্থান হয় গঙ্গাদেবীর। এই বিশেষ পার্বনের তিথি ১৩ মে বিকেল ৫.২০ মিনিট থেকে পড়ছে, আর তা শেষ হচ্ছে ১৪ মে সন্ধ্যা ৬ ট ৪৯ মিনিটে। এদিকে, ১৩ মে রয়েছে বারাণসীতে মোদীর মেগা রোড শো। মোদীর সফরসূচি নিয়ে মুখ খুলেছেন শহরের বিজেপি প্রধান বিদ্যাসাগর রাই।১৩ মে কোন পথে নরেন্দ্র মোদীর রোড শো যাবে, তার রুট এখনও স্থির হয়নি বলে জানিয়েছেন বিদ্যাসাগর রাই। এদিকে, বারাণসী কেন্দ্রে কংগ্রেসের তরফে পার্টির উত্তর প্রদেশের প্রধান অজয় রাই রয়েছেন প্রার্থী হিসাবে। এছাড়াও বিপক্ষে রয়েছেন বিএসপির আর্থার জামাল লারি। প্রসঙ্গত, আগামী ১ জুন শেষ দফার ভোটে রয়েছে বারাণসীতে ভোট। লোকসভা ভোটের সপ্তম দফায় হবে সেখানে ভোট।২০১৯ সালের লোকসভা ভোটের অঙ্ক যদি দেখা যায়, তাহলে দেখা যাবে, সেবার নরেন্দ্র মোদী জিতেছিলেন ৪,৭৯,৫০৫ ভোটে। মোদী পেয়েছিলেন, ৬৭৪৬৬৪ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সমাজবাদী পার্টির শালিনী যাদব। তাঁর প্রাপ্ত ভোট ১৯৫.১৫৯। 

0 Comments

Leave a Comment