দ্যা সোশ্যাল বাংলা , ডিজিটাল ডেস্ক : তৃতীয় দফা ভোটের আগে প্রচারের শেষ রবিবার। এদিন একদিকে যখন কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সমর্থনে নদিয়ার সভায় সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই লাভপুরের সভায় চরম কটাক্ষ শোনা গেল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
ঝাঁঝালো ভাষায় একের পর এক আক্রমণ শানিয়েছেন মমতা।
লাভপুরের সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মোদিবাবু আপনার ইচ্ছাপূরণ হবে না। কয়েকটা গদ্দার নিয়ে চলছেন। আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের সম্পত্তি কী করে বাড়ল? সব ক্রিকেট ম্যাচ গুজরাতে কেন হয়? কী উত্তর দেবেন? আপনাদের দেখলে ভয় লাগে। যেন মনে হয় হাঁ করে গিলে খেতে আসছে। আপনাদের সভায় লোক হয় না। চেয়ার থাকে ফাঁকা। আর আমরা এই লু’য়ের মধ্যে ঘুরে ঘুরে ভোটের সভা করছি। সাহস থাকলে জনতার সামনে এসে আপনি কথা বলতেন।”এরপরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমোর তীব্র হুঁশিয়ারি, “যত দিন যাচ্ছে মোদির বুক কাঁপছে। বিজেপি ঠকঠক করে কাঁপছে। আর এই এক হয়েছে কমিশন, বিজেপি ওসি, ডিআইজি বদল করতে বলছে, করে দিচ্ছে। হায়রে এটা ইলেকশন কমিশন? তিন জন আছে ওদের কোলের সন্তান। অটল বিহারী বাজপেয়ীর কথা মনে আছে। বলেছিলেন রাজধর্ম পালন কর। আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কখনও এমন রাজনীতি করেননি।”
0 Comments
Leave a Comment