দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ, রণক্ষেত্র মন্তেশ্বর

Entry Thumbnail
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা, ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় আজ বাংলার ৮টি কেন্দ্রে ভোট। আজ ভোটগ্রহণ হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। এর মধ্যে গতবার বহরমপুর আসনে জিতেছিল কংগ্রেস। এদিকে রানাঘাট, বর্ধমান–দুর্গাপুর, আসানসোলে জয়ী হয়েছিল বিজেপি। বাকি আসনগুলিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। পরে উপনির্বাচনে আসানসোল আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল ঘাসফুল শিবির। এই আবহে ২০২৪ সালের নির্বাচনে কী হয়, সেদিকে নজর সবার। আজ চতুর্থ দফার ভোটে বাংলার কোথায় কী হচ্ছে, জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। গলসিতে গোষ্ঠীদ্বন্দ্বে জখম দুই টোটো চালক তৃণমূল কর্মী। জানা যায়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গোলসি এক নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে ১৪৮ নম্বর বুথে ঘটনাটি ঘটে।

জখম টোটো চালকদের নাম শেখ রহমত ও আজিজুল শেখ। এদিকে তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে মন্তেশ্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। অভিযোগ, পুলিশের সামনেই বাঁশ উঁচিয়ে দিলীপের গাড়ি ঘিরে ফেলে তৃণমূল কর্মীরা। দিলীপের গাড়ির সামনে শুয়েও পড়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। এই আবহে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর কনভয় আটকাল বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী। পুলিশের বক্তব্য, অধীর রঞ্জন চৌধুরী তাঁর নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং সিকিউরিটির একটি গাড়ি নিয়ে যেতে পারবেন। তাছাড়া অন্য কোনও গাড়ি বা প্রেসের কোনও গাড়ি নিয়ে যেতে পারবেন না তিনি। এরপর দীর্ঘক্ষণ বচসা হয় অধীর এবং পুলিশ কর্তার মধ্যে। সেখান থেকে অধীরের কনভয়কে বেরোতে দেয়নি পুলিশ। আসানসোল উত্তর বিধানসভা এলাকার অন্তর্গত চেলিডাঙার ৭২ নম্বর বুথে মৃত ব্যক্তির নামে ছাপ্পা ভোট পড়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা দেখা দেয়। 

0 Comments

Leave a Comment