ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা

Entry Thumbnail
ছবি : releated
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা : কলকাতায় আজ সকাল থেকেই আবহাওয়া শুষ্ক। আজ বাকি দিনও এমনই থাকবে। তবে শীঘ্রই সেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ঘূর্ণিঝড় দানা এগিয়ে আসতেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলা - উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এরপর ২৩ থেকে ২৭ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে ২৩ অক্টোবর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ অক্টোবর ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের দিন দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। কিছু দেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বুলেটিন অনুযাী, ২৪ অক্টোবর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়া ক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। 

উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার এবং ২৩ বৃষ্টি হতে পারে শুধু দুই পাহাড়ি জেলায়। এরপর ২৪ ও ২৫ অক্টোবর উত্তরের ৮টি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরের কোথাও আপাতত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে বজ্রপাতের জন্যে ২৪ তারিখ হলুদ সতর্কতা জলপাইগুড়ি এবং নীচের তিন জেলায়। এরপর ২৬ ও ২৭ বৃষ্টি হতে পারে শুধু দুই পাহাড়ি জেলা এবং আলিপুরদুয়ারে।  উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় দানা। মৌসম ভবন জানিয়ে দিল, বর্তমানে উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেটি ক্রমে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।

পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়টি। এর জেরে আগামী কয়েকদিন সাগর উত্তাল থাকবে।মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে তৈরি হবে নিম্নচাপ। সেই সিস্টেমটি ২২ অক্টোবর আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৩ অক্টোবর পূর্মমধ্য বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।এই ঘূর্ণিঝড়টি এরপর উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। পরে ২৪ অক্টোবর সকালে ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ে পারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। এর জেরে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এর ফলে উপকূলের কাছে সমুদ্রে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 

0 Comments

Leave a Comment