IPL মরশুমে Jio-র ধামাকা অফার! মাত্র ২৯৯ টাকায় মিলবে এইসব সুবিধে

২২ মার্চ থেকে শুরু আইপিএল আর এর মধ্যেই রিলায়েন্স জিও (Reliance Jio) আনল ধামাকাদার প্ল্যান। Indian Premier League বা আইপিএল (IPL)-এর মরশুমে ক্রিকেটপ্রেমীদের জন্য জিও ঘোষণা করল এক্সক্লুসিভ অফারের কথা। এই অফার পেতে অবশ্যই থাকতে হবে একটি জিও সিম। যাদের জিও নেই তারা পোর্ট করিয়েও এই অফারটি উপভোগ করতে পারেন। এই অফারটি পেতে শুধু চাই একটা জিও সিম আর সেই সিমে ভরতে হবে ২৯৯ বা তার বেশি টাকার একটা প্ল্যান। তাহলেই কেল্লাফতে, ভরা ক্রিকেটের মরশুমে ক্রিকেটপ্রেমীরা সহজেই উপভোগ করতে পারবেন আইপিএল। বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের চাহিদা পূরণের কথা ভেবে এনেছে এই বিশেষ রিচার্জ প্ল্যান। ইদানিং আনলিমিটেড ফাইভ-জি (5G) ডেটার সুবিধা পেতে প্রচুর গ্রাহক জিও-র সঙ্গে যুক্ত হয়েছে। তারওপর জিও-র এই প্ল্যানে ক্রিকেটপ্রেমী গ্রাহকদের মুখে ফুটবে চওড়া হাসি। জিও গ্রাহকরা টিভি এবং মোবাইল উভয়েই পেতে পারবেন এই বিশেষ অফারটি। এই অফারে থাকবে ৯০ দিনের জন্য ফ্রি জিও হটস্টার। এরফলে নিজের বাড়ির টিভি এবং মেবাইলে পেতে পারেন এই পরিসেবা। আইপিএলের প্রত্যেকটি ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে পাবেন গ্রাহকরা। এছাড়াও ৫০ দিনের জন্য JioFiber বা AirFiber ট্রায়াল কানেকশনও থাকবে একেবারে ফ্রি। গ্রাহকরা আল্ট্রা-ফাস্ট ইন্টারনেটের ফ্রি ট্রায়াল এবং ৪কে-তে দেখার দারুণ অভিজ্ঞতা লাভ করবে। ফলে বাড়ি বসেই পপকর্ণ খেতে খেতে বিনোদনের আনন্দকে উপভোগ ককতে পারা যাবে।
এই Recharge এরফলে যেমন ৮০০টিরও বেশি টিভি চ্যানেল দেখতে পাবেন গ্রাহকেরা তেমনই তার সঙ্গে ১১টিরও বেশি ওটিটি অ্যাপ দেখতে পাবেন গ্রাহকেরা। এছাড়াও থাকছে আনলিমিটেড ওয়াইফাই এবং আরও নানা সুবিধা।
এই অফারটি পেতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৫ তারিখের মধ্যে রিচার্জ করতে হবে অথবা নতুন সিম নিতে হবে। যাঁদের আগে থেকে জিও সিম রয়েছে, তারা ২৯৯ টাকা দিয়ে Recharge করলে পেয়ে যাবেন ১.৫ জিবি দৈনিক ইন্টারনেট পরিসেবা এবং সেইসঙ্গে উপভোগ করতে পারবেন আইপিএলের মজা। অর্থাৎ এই অফারটি উপভোগ করার জন্য ২৯৯ টাকা বা তার বেশি টাকার প্ল্যান নেওয়া আবশ্যক।
নতুন জিও সিম ব্যবহারকারীদের একটি নতুন জিও সিম নেওয়ার পাশাপাশি ২৯৯ টাকা অথবা বেশি টাকা ভরে উপভোগ করতে পারবেন এই প্ল্যান।এই সব তথ্যের পাশাপাশি আরও বিশদে জানতে 6000860008 নম্বরে একটি মিসড কল দিতে হবে।
0 Comments
Leave a Comment