ভারতে মোবাইল ফোনে ইনকামিং, আউটগোয়িং কল কেন +91 দিয়েই শুরু হয়?

Entry Thumbnail
ছবি : RELETED
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা,ডিজিটাল ডেস্ক : : ভারতে ফোন কল শুরু হয় +91 থেকে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে +91-ই কেন? যদিও +91 থেকে ফোন কল শুরু হওয়ার নেপথ্যে একটি বড় কারণ রয়েছে। জানেন সেটি কী?ভারতে যে ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার করেন, সেখানে আসা বেশিরভাগ ফোন কলই শুরু হয় +91 থেকে। কখনও কি ভেবে দেখেছেন, কেন এমনটা হয়?এ কথা বেশিরভাগ ভারতীয়ই জানেন যে +৯১ থেকে কল আসা মানে তা ভারত থেকেই আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন +91 দিয়েই ফোন কল শুরু হয়।আসলে +91 হল ভারতের কান্ট্রি কোড। ভারত কেন এই কোডটি পেয়েছে তারও একটি কারণ রয়েছে। জেনে নিন কারণটা কী।জাতিসংঘের একটি সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)। সেখান থেকে বিশ্বের প্রতিটি দেশে এই কোড সরবরাহ করে।আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বিশ্বকে ৯টি জোনে ভাগ করেছে। এই ৯টি অঞ্চলের মধ্যে পড়ে দক্ষিণ, মধ্য, পশ্চিম ও মধ্যপ্রাচ্য এশিয়া।এই ৯ অঞ্চলে পড়া সমস্ত দেশের কলিং কোড +9 থেকে শুরু হয়। যেমন ভারতের +৯১, পাকিস্তানের +৯২ এবং আফগানিস্তানের +৯৩।আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন কোনও দেশকে সেই দেশের কোড দেওয়ার আগে দেশের জনসংখ্যা, ইউনিয়ন এবং অন্যান্য অনেক কিছু খতিয়ে দেখে।ভারত সরকারের পক্ষ থেকে মাঝে মাঝেই প্রচার করা হয় যে, অজানা নম্বর থেকে ফোন কল এলে তা রিসিভ করা ঠিক নয়। তা স্ক্যাম বা ফ্রড কল হতে পারে।

0 Comments

Leave a Comment