গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল 18টি অ্যাপ

Entry Thumbnail
গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল 18টি অ্যাপ
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা,ডিজিটাল ডেস্ক :  যে সব ভুয়ো অ্যাপ নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করে সেই অ্যাপগুলিকেই গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে মুছে ফেলা হয়। আবার নতুন করে 18টি অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছে। এই সমস্ত মোবাইল অ্যাপে SpyLoan ম্যালওয়্যার পাওয়া গিয়েছে, যা ব্যবহারকারীদের সমস্ত ডেটা চুরি করছিল। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? আর কথায় কথায় গুগল প্লে স্টোরও (Google Play Store) থেকে অ্যাপ ডাউনলোড করে নেন। গেম খেলা থেকে ছবি তোলা, সব কিছুর জন্য়ই একাধিক অ্যাপ ইনস্টল করেন। এমনকি আপনার ফোনে এমন অনেক অ্যাপ আছে, যা আপনি হয়তো তেমনভাবে ব্য়বহারও করেন না। কিন্তু ফোনে ইনস্টল করা রয়েছে। কখনও তা আনইনস্টল করেননি। তবে আপনি কী জানেন, এতে আপনার বিরাট ক্ষতি হতে পারে। কারণ Goggle মাঝে মধ্যেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপকে সরিয়ে দেয়। কিন্তু আপনার ফোনে তখনও সেই সব অ্যাপ থেকে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, Google কেন এমনটা করে? গুগল প্লে স্টোরও (Google Play Store) ব্যবহারকারীদের সুরক্ষায় অনেক অ্যাপ সরিয়ে দেয়। যে সব ভুয়ো অ্যাপ নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করে সেই অ্যাপগুলিকেই গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে মুছে ফেলা হয়।

আবার নতুন করে 18টি অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছে। এই সমস্ত মোবাইল অ্যাপে SpyLoan ম্যালওয়্যার পাওয়া গিয়েছে, যা ব্যবহারকারীদের সমস্ত ডেটা চুরি করছিল। এই সমস্ত অ্যাপ প্লে স্টোর থেকে কয়েক লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। ইএসইটি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। SpyLoan হল এক ধরনের ম্যালওয়্যার, যা এই 18টি অ্যাপে পাওয়া গিয়েছে। এটি যে কোনও ব্যবহারকারীর ফোন থেকে ডেটা চুরি করতে পারে। ফোনে উপস্থিত সব ধরনের তথ্য হ্যাকারদের কাছে পাওয়া যাবে। এছাড়াও আপনার মেসেজ পড়তে পারে। এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের ব্ল্যাকমেইল করতে পারে। ভারত, আমেরিকা, আফ্রিকার মতো দেশের ব্যবহারকারীরা SpyLoan-এর শিকার হয়। তাই যে যে অ্যাপগুলিকে Google ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে, তা আপনার ফোন থেকে এখনই আনইনস্টল করে দেওয়া উচিত। কোন কোন অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে? AA Credit Love Cash GuayabaCash EasyCredit Dinner CrediBus FlashLoan LoansCredit Credit Loans-YumiCash Go Credit Instant Loan large wallet Fast Credit Finupp Lending 4S Cash TrueNaira EasyCash

0 Comments

Leave a Comment