ফিল্মি কায়দায় গাঁজা পাকা করতে গিয়ে আটক চার যুবতী !

Entry Thumbnail
চার উপজাতি যুবতী
Jewel Debnath

একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা । এবার আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ মোট চার জনকে আটক করে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করলো তেলিয়ামুড়া থানার পুলিশ । ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ।ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগরতলার দিক থেকে TR01 E 3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়া দিকে আসার পথে হাওয়ায় বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চার(৪)জন'কে আটক করে পুলিশ । পুলিশ জানিয়েছে, আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা । তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আটককৃত তিনজনের মধ্যে একজন মনু, একজন আগরতলা, এবং অপরজন ডম্বুরের বাসিন্দা । তবে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনুপুটিদের আটক করতে সক্ষম হলেও পুলিশের ধোয়া ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালেরা ।

0 Comments

Leave a Comment