ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু : চাঞ্চল্য

Entry Thumbnail
Jewel Debnath

দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে শেষ সুরক্ষা হলো না, আবারো ভুল চিকিৎসা মৃত্যু হল এক স্কুল পড়ুয়া ছাত্রের। মৃতার পরিবারের এমনটা অভিযোগ । ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর ইন্দিরা নগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসু মিয়ার ছেলে মোঃ মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়া এবং সোহাগের মামাতো ভাই মোঃ রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলাঘর উদ্দেশ্যে আসছিলেন, যে মাত্র বটতলী ল্যাংটা দরকার কাছে আসেন তখন অপর দিক থেকে একটি বাস গাড়ি রঙ সাইডে গিয়ে তাদের বাইকে সংঘর্ষ গটায় । এতে সোহাগ মিয়া, অল্প বিস্তর আহত হন । সেখান থেকে সোহাগ মিয়া একটি গাড়ি করে মেলাঘর হাসপাতালে এসে, গাড়ি থেকে নেমে হেঁটে ডাক্তারের কাছে গিয়ে, সে সমস্যার কথা বলেন, এরপর সোহাগের শরীরে একটি ইনজেকশন পোস্ট করা হয়, আর ইনজেকশন পোস্ট করার পর মুহূর্তের মধ্যে সোহাগ মৃত্যুর কোলে ঢলে পড়েন । এদিকে ঘটনার খবর জানাজানি হতে মৃতার আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছুটা ভাঙচুর করে । এরপর মেলাঘর থানার পুলিশ, ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী নিয়োগ করেন । মৃতার পরিবারের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে । মৃত পরিবারের লোকজন চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন । 

0 Comments

Leave a Comment