অসহায় স্বামী

পর পুরুষের হাত ধরে আবারোও পালিয়ে গেল এক গৃহবধু!ঘটনা মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড মুরাপাড়া জু এলাকা । ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে পাঁচ বছর আগে মেলাঘর থানা দিন তেল কাঁজলা গ্রাম পঞ্চায়েতের মুড়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনাব আলীর ছেলে জসীমউদ্দীনের সঙ্গে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে হয় কাকরা বন ব্লক এলাকার প্যারা মিয়ার মেয়ে পূর্ণিমা বেগম এর । বিয়ের তিন বছর পর্যন্ত তাদের সংসার ভালো থাকলেও, দুই বছর ধরে জসীমউদ্দীনের স্ত্রী পূর্ণিমা বেগম তেলকাজলার পার্শ্ববর্তী গ্রাম কলম ক্ষেত বড় পাথরের জুনু মিয়ার ছেলে সোহেল হোসেনের সঙ্গে পরকিয়া লিপ্ত হয়ে পড়েন । অবশেষে ২৯/০৪/২৪ ইং তারিখে পূর্ণিমা বেগম তার বাপের বাড়ি থেকে সোহেল হোসেনের সাথে পালিয়ে যায় । জানা গেছে সোহেল একজন বিবাহিতা, তার একটি পুত্র সন্তান রয়েছে । এ বিষয়ে মেলাঘর থানা পূর্ণিমার স্বামী জসিম উদ্দিন লিখিতভাবে মামলা করেন ।
0 Comments
Leave a Comment