রাতের আঁধার ঝিঙে ক্ষেত বিনষ্ট করে দিল একদল দুষ্কৃতি,মাথায় হাত যুবরাজ নগরের সব্জি চাষী গিয়াসের!

Entry Thumbnail
ক্ষতিগ্রস্ত কৃষক
Jewel Debnath

রাতের আঁধারে আধ খানি ঝিঙে ক্ষেত বিনষ্ট করে দিল দুষ্কৃতীকারীরা । মাথায় হাত এক সব্জি চাষীর । ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন যুবরাজ নগর গ্রামে । জানা গেছে,যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা সব্জি চাষী মুহাম্মদ গিয়াস উদ্দিন (পিতা মৃত আব্দুল খালিক) প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাত সকালে তাঁর সব্জি ক্ষেতে যান । সব্জি ক্ষেতে গিয়ে তাকাতেই তার চোখ কপালে উঠে যায় । তিনি দেখতে পান,রাতের আঁধারে তার আধ খানি ঝিঙে ক্ষেত দুষ্কৃতিকারীরা কেটে বিনষ্ট করে দিয়েছে ।সব্জি চাষী গিয়াস জানান,বর্তমান মৌসুমে এই ঝিঙে ক্ষেতের উপর তার সংসার প্রতিপালন হতো । তার একমাত্র উপার্জন এই সব্জি চাষ ।সাথে একটি পাওয়ার টিলার নষ্ট করে দিয়ে যায় দুষ্কৃতিকারীর দলটি । ঘটনার পর তিনি স্হানীয় গ্রাম পঞ্চায়েতের জন‌ প্রতিনিধিদের ঘটনাটি অবগত করেছেন । সাথে ধর্মনগর থানায় লিখিত মামলা দায়ের করেছেন । পাশাপাশি তিনি জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ।সাথে ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে সরকারি সাহায্য সহযোগিতার করুন আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সব্জি চাষী গিয়াস ।

 
 

0 Comments

Leave a Comment