ছুরি দিয়ে গলা কেটে আত্মঘাতী যুবক : চাঞ্চল্য

Entry Thumbnail
মৃত যুবক
Jewel Debnath

নিজের গলা কেটে আত্মহত্যা করেছে এক যুবক । এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতংক বিরাজ করছে । ঘটনা কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় । মৃত যুবকের নাম রমাকান্ত মিত্র । মৃত রমাকান্ত মিত্র পেশায় একজন গাড়ির চালক । তিনি দীর্ঘদিন ধরে মিজোরাম রাজ্যে গাড়ি চালাচ্ছিলেন । মৃত রমাকান্ত মিত্রের বড় ভাই স্বপন মিত্র জানান, গতকাল রমাকান্ত মিত্রকে মিজোরাম থেকে তার সহ চালকরা ছনতৈল গ্রামের বাড়িতে দিয়ে যান । বড় ভাই জানান, বর্তমানে সে মানসিকভাবে সুস্থ ছিল না । ২রা মে বৃহস্পতিবার সকালের খাবারের পর তার বড় ভাই ও মা রমাকান্তকে হাসপাতালে এনে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে সে তাতে রাজি ছিল না । জোর করে তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা । কিন্তু সে সেই ঘরের দরজা ভেঙ্গে পালিয়ে যায় । পালিয়ে গিয়ে পাশের বাড়িতে গিয়ে একটি দা দিয়ে উঠানের মধ্যে দাঁড়িয়ে নিজের গলা নিজে কেটে ফেলে । এই দৃশ্য সামনে দাঁড়িয়েই প্রত্যক্ষ করেন তার বড় ভাই স্বপন মিত্র । পরবর্তী সময় তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । কৈলাসহর থানার পুলিশ বর্তমানে তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে । বর্তমানে তার মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে । হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর তার মৃতদেহ তার পরিবারের হাতে তোলে দেওয়া হবে । রমাকান্ত মিত্র ও স্বপন মিত্র তারা দুই ভাই । তাদের মা জয়ন্তী মিত্র জীবিত থাককেও পিতা কয়েক বছর পূর্বে মারা গেছেন । 

0 Comments

Leave a Comment