এক রাতেই জীবন গড়ার স্বপ্ন ভেঙে চুরমার ! বহিঃ রাজ্যে পরীক্ষা দিতে গিয়ে নিহত রাজ্যের যুবক ।

Entry Thumbnail
মৃত যুবক
Jewel Debnath

জীবন গড়ার সফর কেড়ে নিল জীবন । ভয়াবহ বাস দূর্ঘটনার শিকার , ত্রিপুরা স্টেট কো-পারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্র ছাত্রী ।দিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয় । ঘটনাটি ত্রিপুরাগামী একটি রাতের বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে । AS 01 MC 0243 রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল যখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে । নিহত যাত্রীর নাম দীপরাজ দেববর্মা । দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক । গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে (SMCH) নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনায় প্রাণ হারান দীপরাজ দেববর্মা । তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা গেছে।বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাঙ্কের পরীক্ষার্থীরাও ছিল অনেকেই ।

0 Comments

Leave a Comment