ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব যুব কংগ্রেস ।

Entry Thumbnail
সাংবাদিক সম্মেলন
Jewel Debnath

' রাজ্যে একটা অরাজকতা চলছে । বেকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে সরকার সবকিছু জেনে বুঝেও কেন চুপ রয়েছে তার উত্তর কারোর জানা নেই । রাজ্যের ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি খেলছে । শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই । ' মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের ডেকে এই সমস্ত নানান বিষয় উত্থাপন করেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা । পাশাপাশি তিনি কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করে তিনি উল্লেখ করেন, দেশে আগামী দিন ইন্ডিয়া জোট একটা বিরাট প্রভাব ফেলবে । রাজ্যে আইনের শাসন নেই, মহিলা পুরুষ রাতে উন্মুক্ত চলতে পারেন না । তিনি আরো বলেন, বেকার সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে সরকার এই বিষয়ে কোনও ভূমিকা পালন করছে না । পাশাপাশি তিনি সম্প্রতি যান দুর্ঘটনায় মৃত দ্বিপরাজ দেববর্মার পরিবারকে সরকারি সাহায্য দ্রুত না প্রদান করলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন । এদিনের সাংবাদিক সম্মেলনে নীলকমল ছাড়াও অন্যান্য যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

0 Comments

Leave a Comment