রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলা !

Entry Thumbnail
মৃত মহিলা
Jewel Debnath

রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলা । আহত আরও ২ ঘটনা মঙ্গলবার দুপুরে লালসিংমুড়া বাজারে।।জানা গেছে TR079452 নম্বরের বাইকে করে ননী রঞ্জন দেববর্মা এবং বিকাশ দেবনাথ যাছিলেন । হঠাৎ করে লালসিংমুড়া বাজারের কাছে তুলসী নম নামের মহিলা রাস্তা পারাপার হওয়ার সময় বাইকের সঙ্গে সংঘর্ষ ভাবে । এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে খবর দেওয়া হয় বিশালগড় ফায়ার স্টেশনে । খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তুলসী নমকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেয় । এদিকে তুলসী নমর মৃত্যুর খবর শুনে হাসপাতলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা । পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে । 

 

0 Comments

Leave a Comment