আটক হওয়া যুবক
Jewel Debnath
ফের পুলিশি অভিযানে উদ্ধার গাঁজা , আটক বহিঃ রাজ্যের এক যুবক । ঘটনার বিবরণে জানা যায় গতকাল সন্ধ্যায় আগরতলা জি আর পি থানার পুলিশ এবং আর পি এফ থানার পুলিশ অভিযান চালায় আগরতলার রেল স্টেশনে । অভিযান চালিয়ে এক ড্রাগ পেডালার কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । অভিযুক্তের নাম সুভাষ যাট (৩০) তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ২৫ কেজি শুকনা গাঁজা । যার বাজার মূল্য আনুমানিক ১লক্ষ্য টাকা । এই গুলি রেলে করে আগরতলা থেকে রাজস্থান নিয়ে যেতে চেয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । এই নিয়ে আগরতলা বুধবার জি আর পি থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । আগামী কাল তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয় তুলে ধরেন ওসি তাপস দাস ।
0 Comments
Leave a Comment