পুলিশের দারস্থ শিক্ষকরা
Jewel Debnath
রামদা দিয়ে আনন্দমার্গ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণের চেষ্টা অভিযোগ এলাকার গৌরী রানী সাহা নামে এক মহিলার বিরুদ্ধে । ঘটনাটি ঘটে বুধবার সকালে । জানাযায় বিশালগড় আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল বেলায় তাদের স্কুলের সীমানার বেড়া দিতে যায় । ঠিক সেই সময়ই স্কুলের সীমানা লাগোয়া বাসিন্দা গৌরী সাহা রানী স্বামীর নাম খোকন সাহা ছেলে শুভঙ্কর সাহা আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষকে স্কুলের সীমানায় বেড়া দিতে বাঁধা দেয় । এমনকি ঘর থেকে রাম দা নিয়ে এসে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করে । সীমানায় বেড়া দিতে গেলে রামদা দিয়ে টিনের বেড়া তছনছ করে দেয় । গৌরি সাহা রাম দা নিয়ে স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দেখে নেওয়ার হুমকি দেয় । স্কুলের শিক্ষিকারা একত্রিত হয়ে গৌরী দাসের হাত থেকে রাম দা ছিনিয়ে নেয় এবং উনাকে আটক করেন । উক্ত ঘটনাকে ঘিরে আনন্দমার্গ স্কুল এলাকায় দেখাতে তীব্র উত্তেজনা । পরবর্তী সময়ে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন আনন্দমার্গ স্কুলের কর্তৃপক্ষ করা । জানাযায়ী অভিযুক্ত গৌরী রানী সাহা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে । স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে মহিলার এই অসামাজিক কার্যকলাপে বাধা দেন তারই পরিপ্রেক্ষিতে পূর্বপরিকল্পিতভাবে এই মহিলা বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে ঝামেলা তৈরি করেন । পাশাপাশি সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ ।
0 Comments
Leave a Comment