স্কুলের সীমানার বেড়া দেয়াকে কেন্দ্র করে রাম দা দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের উপর আক্রমণ, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে!

Entry Thumbnail
পুলিশের দারস্থ শিক্ষকরা
Jewel Debnath

রামদা দিয়ে আনন্দমার্গ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণের চেষ্টা অভিযোগ এলাকার গৌরী রানী সাহা নামে এক মহিলার বিরুদ্ধে । ঘটনাটি ঘটে বুধবার সকালে । জানাযায় বিশালগড় আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল বেলায় তাদের স্কুলের সীমানার বেড়া দিতে যায় । ঠিক সেই সময়ই স্কুলের সীমানা লাগোয়া বাসিন্দা গৌরী সাহা রানী স্বামীর নাম খোকন সাহা ছেলে শুভঙ্কর সাহা আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষকে স্কুলের সীমানায় বেড়া দিতে বাঁধা দেয় । এমনকি ঘর থেকে রাম দা নিয়ে এসে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করে । সীমানায় বেড়া দিতে গেলে রামদা দিয়ে টিনের বেড়া তছনছ করে দেয় । গৌরি সাহা রাম দা নিয়ে স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দেখে নেওয়ার হুমকি দেয় । স্কুলের শিক্ষিকারা একত্রিত হয়ে গৌরী দাসের হাত থেকে রাম দা ছিনিয়ে নেয় এবং উনাকে আটক করেন । উক্ত ঘটনাকে ঘিরে আনন্দমার্গ স্কুল এলাকায় দেখাতে তীব্র উত্তেজনা । পরবর্তী সময়ে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন আনন্দমার্গ স্কুলের কর্তৃপক্ষ করা । জানাযায়ী অভিযুক্ত গৌরী রানী সাহা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে । স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে মহিলার এই অসামাজিক কার্যকলাপে বাধা দেন তারই পরিপ্রেক্ষিতে পূর্বপরিকল্পিতভাবে এই মহিলা বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে ঝামেলা তৈরি করেন । পাশাপাশি সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ ।

0 Comments

Leave a Comment