বাতিল হয়ে গেল জেপি নড্ডার তিনটি জনসভা

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

বিজেপি নেতাদের বারবার সভা বাতিল হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কর্মীরা। কিছু মানুষ যাঁরা তিন বছর পর বিজেপি নেতাদের দেখতে এসেছিলেন তাঁরা হতাশ হয়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। তা শুরু হয়েছে ঝড়বৃষ্টি। এই নিম্নচাপ শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে।লোকসভা নির্বাচনের মরশুমে এখন দেদার প্রচার চলছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কলকাতা–সহ রাজ্যের নানা প্রান্তে ঝড়বৃষ্টি। আর এতে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে সভা করতে পারলেও পারছে না বিজেপি। তাই প্রতিকূল আবহাওয়ার জেরে বাতিল হয়ে গেল জেপি নড্ডার তিনটি জনসভা। বড়বাজার, বারাসত এবং বন্দর এলাকায় তিনটি জনসভা ছিল জগৎপ্রকাশ নড্ডার। আজ বুধবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হাবড়ায় নামতে পারেনি নড্ডার হেলিকপ্টার। আর তার জেরে জনসভা বাতিল বলেই জানিয়ে দিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।

0 Comments

Leave a Comment