২০২৪ লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি ২৮২টি আসন নিয়ে ক্ষমতায় আসে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মোট ৩৩৬টি আসন পায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন জিতেছিল। সব মিলিয়ে এনডিএ ৩৫০ গণ্ডি পেরিয়েছিল। আর এবার বিজেপি '৪০০ পার'-এর স্লোগান তুলে ভোট ময়দানে নেমেছিল। তবে আদতে কটি আসনে জিততে পারে বিজেপি? এই নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ ইয়ান ব্রেমার।  মার্কিন বিশেষজ্ঞ ইয়ান ব্রেমার দাবি করলেন, গতবারের তুলনায় এবারে বিজেপির আসন সংখ্যায় খুব একটা হেরফের হবে না। ব্রেমারের ভবিষ্যদ্বাণী, বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতায় ফিরবে। আর চলমান নির্বাচনে তারা একাই ২৯৫ থেকে ৩১৫টি আসনে জিততে পারে।ব্রেমার বলেন, 'মোদী নিশ্চিত ভাবে তৃতীয়বারের মতো জিতে ক্ষমতায় ফিরবেন এবং ভারতের প্রধানমন্ত্রী হবেন। তাঁর সরকারের অর্থনৈতিক নীতি এবং পার্ফম্যান্স বেশ ভালো এবং ধারাবাহিক। তাঁর সরকার স্থিতিশীলতার বার্তা দিয়ে এসেছে।' এদিকে ব্রেমার দাবি করেন, মোদী সরকারের অধীনে ভারত ২০২৮ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে। 

0 Comments

Leave a Comment