ফাইল চিত্র

লোকসভা নির্বাচনের ভোটপর্ব মিটেছে। এবার ফলাফলের অপেক্ষা। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। তার আগেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের আগামী ১০০ দিনের কাজের পরিকল্পনা থেকে শুরু করে তাপপ্রবাহ, জলসঙ্কট নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পরপর সাতটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক হল নতুন সরকারের প্রথম ১০০ দিনের কাজের নীতি নির্ধারণ। নির্বাচন বিধি ঘোষণার আগেই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের প্রথম ১০০ দিনের কাজ কী কী হবে, তার রোডম্যাপ তৈরি করার নির্দেশ প্রধানমন্ত্রীর দফতর এবং সরকারের শীর্ষ আধিকারিকদের দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই রোডম্যাপ চূড়ান্ত করতেই আজ আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসবেন প্রধানমন্ত্রী।এর পাশাপাশি উত্তর-পূর্বের বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা পর্যালোচনা করতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী।
0 Comments
Leave a Comment