৩ শতাংশ ডিএ বৃদ্ধি করল কেন্দ্র

Entry Thumbnail
ছবি : releated
Sujata Adhikari

ফের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। প্রশাসনিক মহলে খবর, দীপাবলির আগেই এক দফা ডিএ বৃদ্ধির কথা ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। সেই ঘোষণা করা হল কোজাগরী লক্ষ্ণীপুজোর দিন।এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন।দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন। সরকারি কর্মচারীদের সম্মিলিত সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ-র দাবি নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারস্থ হয়েছে। ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের করা মামলারও এখনও নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে। সেই আবহে আবারও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণায় ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে।

0 Comments

Leave a Comment