ফাইল চিত্র
Sujata Adhikari
আর একদিন বাদে কালীপুজো। তার আগেই পশ্চিম বঙ্গের কাটোয়ার গোয়াই গ্রামে তৈরি হল চাঞ্চল্য। গ্রামের একটি পুকুরের মধ্যে পাওয়া গেল ‘সোনার’ কালী মূর্তি। কালী মূর্তিকে ঘিরেই রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে এলাকা। সন্ধে নাগাদ পুলিশ স্বর্ণকার নিয়ে এসে উদ্ধার হওয়া মূর্তি পরীক্ষা করে। তাতে দেখা যায়, মূর্তিটি আদতে পিতলের। তবে পুকুরের তলায় কীভাবে পৌঁছাল সেই মূর্তি, তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ।
0 Comments
Leave a Comment