অসমে বিরোধী জোটে ব্রাত্য কংগ্রেস

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

অসমে উপনির্বাচনের মুখে বিরোধী জোটের মধ্যেই বড়সড় সঙ্কটে কংগ্রেস।

কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-ত্যাগী জয়ন্ত বরাকে বিহালি আসনটির টিকিট বিক্রি করার অভিযোগ এনেছে বিরোধী জোট। জয়ন্ত আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন বিহালির টিকিট পাওয়ার পরে। বিরোধী ১৫টি দল সিদ্ধান্ত নিয়েছে, অসম সম্মিলিত মোর্চা থেকে বাদ দেওয়া হবে কংগ্রেসকে।

বিরোধী জোটের কাটা ঘায়ে নুন ছিটিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, ''আমি বিশ বছর কংগ্রেসে ছিলাম। কংগ্রেসের রীতিই হল ২০ শতাংশ টিকিট বিক্রি করে ভোটের খরচ তোলা।''

বিহালিতে 'ইন্ডিয়া' মঞ্চের শরিক সিপিআই (এমএল)-এর প্রার্থী বিবেক দাসকে কংগ্রেসের সমর্থন না জানানো থেকেই অসমে বিরোধী জোটে ভাঙন ধরে এবং এআইসিসিকে এ ব্যাপারে রাজি করাতে না পেরে জোটের সভাপতি পদ থেকে ইস্তফা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। পরে বামেরা বিবেক দাসের বদলে লক্ষ্মীকান্ত কুর্মিকে প্রার্থী করলেও কংগ্রেস সমর্থন না দিয়ে নিজেদের প্রার্থী হিসেবে জয়ন্ত বরার নাম ঘোষণা করে। বিষয়টি নিয়ে কংগ্রেসে ভূপেন বরা গোষ্ঠী এবং গৌরব গগৈ ও বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া গোষ্ঠীর মধ্যে বিভাজন প্রকট।

0 Comments

Leave a Comment