ফাইল চিত্র
জনজাতিদের আবেগকে ব্যবহার করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মানুষ তাঁর উপর অন্ধ বিশ্বাস করেছিলেন। কিন্তু মানুষকে ঠকিয়েছেন তিনি। দীর্ঘ ৬ বছর ধরে এই বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রদ্যুৎ কিশোর জনজাতি মানুষ বিশেষ করে যুব সমাজের আবেগকে ব্যবহার করেছেন। বৃহস্পতিবার এমনভাবেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরূদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের আবেগকে ব্যবহার করে রাজনীতি করে যাচ্ছেন প্রদ্যুৎ। মানুষের ভরসা নষ্ট করেছেন তাই মানুষ এখন প্রশ্ন তুলেছেন তাঁর বিরুদ্ধে। তাই প্রদ্যুৎ এর সাজানো রাজনীতি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সাধারণ মানুষের সামনে সত্য উন্মোচিত হওয়ায় প্রদ্যুৎ কিশোর আবোল তাবোল কথা বলেছেন, এটা তাঁর আর্তনাদ, এমনই দাবি করেন বিরোধী দলনেতা।উল্লেখ্য, বুধবার নিজ সামাজিক মাধ্যমে লাইভে এসে বামেদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন " ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সাব্রুমে জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়া আমার ভুল ছিল। আমরা প্রার্থী দিলে জিতেন্দ্র চৌধুরী হেরে যেতেন।" প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও উল্লেখ করেন " টানা ২৫ বছর রাজত্ব করেছেন । দীর্ঘ সময় সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন জিতেন্দ্র চৌধুরী। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সামনে জনজাতিদের উন্নয়নের জন্য টু শব্দ করার সাহস ছিল না জিতেন্দ্র চৌধুরীর "।এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তার বিরুদ্ধে জনজাতির আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা।
0 Comments
Leave a Comment