ছবি : releated
Sujata Adhikari
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রায়শই কটাক্ষ করেন তিপ্রা মথার শীর্ষ নেতা প্রদ্যোত কিশোর দেববর্মা। এ বার জনজাতিদের উন্নয়নের প্রসঙ্গে প্রদ্যোতকে পাল্টা আক্রমণ করলেন মানিক সরকার ।উনার অভিযোগ, প্রদ্যোত কিশোরের পরিবারের লোকেরা নানা রকম সাংবিধানিক পদে থেকেছেন। কিন্তু জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি করলেও তাঁদের প্রকৃত উন্নয়ন কেউ করেননি। বর্তমানে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তিপ্রা মথার হাতে রয়েছে। সেখানে লুট চলা সত্ত্বেও প্রদ্যোত কিশোর কী করছেন, সেই প্রশ্ন তুলে মানিকের বক্তব্য, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে মথা যদি ‘প্রতারণা’ না করত, তা হলে বিজেপি ক্ষমতাতেই আসতে পারত না। বামফ্রন্টের শাসনে জনজাতিদের জন্য জনশিক্ষা আন্দোলন হয়েছে। এই আন্দোলনকে রুখতে জনজাতি নেতাদের বন্দি করে রাজবাড়ীতে রাখা হয়েছিল বলে দাবি করেন মানিক।
0 Comments
Leave a Comment