রাস্থার কাজ যেমন এখন মরুভুমিতে জল সন্ধানের মত ।

Entry Thumbnail
ছবি : রাস্তা
Bikash Deb

জোট জমানায় রাস্তায় ইট বসলেও দীর্ঘ বাম আমলে ব্রাত্য সাব্রুম নগর পঞ্চায়েত এর ৯ নং ওয়ার্ডের কাঁঠালছড়ি এলাকায় বসবাসকারী জনগণের চলাচলের একমাত্র রাস্তা টিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি কাঁঠালছড়ি বাসি।
কাঁঠালছড়ি এলাকার প্রায় ১৫০-২০০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি পিচ ঢালাই করার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন এলাকাবাসীরা। কিন্তু ৮৮ থেকে ৯৩ জোট জামানার সময় এই রাস্তাটিতে ইটের সলিং করা হয়েছিল। তারপর দীর্ঘ প্রায় আড়াই দশক বাম শাসনের সময় বিরোধী সমর্থক এলাকা হিসেবে চিহ্নিত হওয়ায় ফেনী নদীর পাড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁঠালছড়ি এলাকায় রাস্তাটির কাজ হয়নি। যার ফলে দীর্ঘ প্রায় তিন দশক ধরে এলাকাবাসীদের এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসে শপথ নেওয়ার পর সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন  এর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গত কয়েকদিন আগে রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। দীর্ঘ দশক ধরে ব্রাত্য থাকার পর রাস্তাটিতে পিচ ঢালাই এর কাজ শুরু হওয়ায় খুশি এলাকার জনগন।

0 Comments

Leave a Comment