ভারতের ৬০% বিবাহিত নারী পুরুষই পরকীয়ায় আসক্ত

Entry Thumbnail
পরকীয়া
Sujata Adhikari

পরকীয়া বিষয়টা এমন সংস্কৃতির দেশে ভাবা যেতো না। কিন্তু এখন যুগের হাওয়ায় সবাই ভাসে। অধিকাংশ ঘরেই স্বামী- স্ত্রী অন্য নারী পুরুষে আসক্ত হচ্ছে। 

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ভারতের ৬০ শতাংশ বিবাহিত নারী-পুরুষ পরকীয়ায় আসক্ত।

বিভিন্ন কারণে আবার কেউ স্বভাব দোষে বাইরে ঝুঁকে এভাবে। কেউ শরীরের স্বাদ মেটাতে, কেউ সময় কাটাতে আরো নানান কারণ জোগাড় করে পরকীয়ায় আসক্ত হয় তারা। 

গ্লিডেন-এর সমীক্ষায় পাওয়া গিয়েছে ২৫ থেকে ৫০ বছর বয়সি বিবাহিতরা আরও বেশি পরকীয়ার দিকে ঝুঁকছে।

0 Comments

Leave a Comment