ছবি : অরিজিৎ সিং
দা সোশ্যাল বাংলা,ডিজিটাল ডেস্ক :- আরজি কর ঘটনার কারণেই শেষ কয়েক দিন শিরোনামে উঠে এসেছিল সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের এক্স হ্যান্ডেল। ৯ অগস্ট ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ চেয়ে একের পর এক পোস্ট করছিলেন গায়ক। অল্প কয়েক দিনের মধ্যেই সবাই চিনে নিয়েছেন গায়কের প্রোফাইল ‘আত্মজোয়ার জ্বালো’। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর নজরে এল আর এক ঘটনা। অরিজিতের প্রোফাইল খুললেই আর কিছু দেখা যাচ্ছে না। খালি একটা লেখা উঠে আসছে। সেখানে লেখা রয়েছে,”দ্য প্রোফাইল ডাজ় নট এক্সিস্ট।
” যার বাংলায় করলে মানে দাঁড়ায়, এই প্রোফাইলটির আর কোনও অস্তিত্ব নেই। আচমকা কী ঘটল। এমনিতে তাঁর এই প্রোফাইলের কথা খুব বেশি কেউ জানতেন না। তবে এই আরজি কর ঘটনার পরে এক্স হ্যান্ডেলেই একের পর এক টুইট করছিলেন গায়ক। সবার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন। এই ঘটনায় তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কী ঘটেছে? এই প্রোফাইলটি কি গায়ক নিজেই মুছে দিয়েছেন? নাকি কঙ্গনা রানাওতের মতো গায়কের প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে? সেই উত্তর অবশ্য অধরা।
0 Comments
Leave a Comment