বিলোনীয়া পূর্ত দপ্তরের অফিস কক্ষে নির্বাহী প্রকৌশলীদের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবির। বুধবার সকাল বারোটা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। রক্তদান শিবিরে বিধায়িকা আলোচনা রাখতে গিয়ে বলেন যুব সমাজকে রক্তদানে উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহণ কর, রক্তদান শিবির প্রতিনিয়ত জারী রাখা, এবং প্রত্যেক দপ্তরকে দু তিন মাস অন্তর রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান রাখেন।পূর্ত দপ্তরের আয়োজিত রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল এমএস, রাজনগর বিধানসভার বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চ্যায়ারপার্সন পুতুল পাল বিশ্বাস, বিলোনীয়া পূর্ত বিভাগের এক্সিকিউটিভ সুকান্ত দেববর্মা সহ অন্যান্যরা।আলোচনা শেষে অতিথিরা রক্তদান স্হল পরিদর্শন করেন এবং রক্তদাতাদের ব্যাচ পরিয়ে দেন।
বিলোনীয়া পূর্তদপ্তরের রক্তদান শিবিরঃ
Bikash Deb
0 Comments
Leave a Comment