RG কর নিয়ে প্রতিবাদে খুশি মিঠুন

Entry Thumbnail
ছবি : releated
Bikash Deb

কিছুদিন আগে মিঠুন বলেছিলেন, 'আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।'

 

দ্যা সোশ্যাল বাংলা , ডিজিটাল ডেস্ক : আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। প্রতিবাদে সরব আম জনতা থেকে তারকা। কিছুদিন আগেই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘বাঙালি হিসাবে মাথা উঁচু করার ক্ষমতা হারাচ্ছি।’ তবে এবার এই আরজি কর নিয়েই প্রতিবাদী বাঙালিকে দেখে ফের একবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। 

ঠিক কী বলেছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী?

মিঠুনের কথায়, ‘এই বাংলাটাকেই আমি দেখতে চেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি। খুব আনন্দ হচ্ছে।’ মহাগুরু আরও বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন এই আন্দোলনে একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই যে বিজেপি বলছে, সেটা নয়। আমি ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবেই কথাগুলো বলছি।’ প্রসঙ্গত সোমবারই কলকাতায় এসেছেন তিনি। আর তারপরই প্রতিবাদী এই বাংলাকে দেখে, ৮-৮০ সকলকে পথে নামতে দেখে বেজায় খুশি তিনি। বাংলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন রাজনৈতিক নাকি অরাজনৈতিক? যখন অনেকে এই প্রশ্ন তুলছেন, ঠিক তখনই রাজনীতির বাইরে গিয়ে বাঙালি হিসাবে বাঙালির প্রতিবাদী সত্ত্বায় গর্বিত মিঠুন চক্রবর্তী।

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক ভিডিয়ো বার্তায় মহাগুরু বলেছিলেন, 'আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।' তিনি আরও বলেছিলেন, 'ওঁর পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রইল আমার। আমার কাছে এখন সবথেকে বড় চাওয়া হল যাঁরা এটার সঙ্গে যুক্ত তাঁদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক। শাস্তি দেওয়া হোক।' প্রসঙ্গত গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকা।

0 Comments

Leave a Comment