অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে প্রকাশ্যে ট্রোল তৃণমূলের কুণাল আর দেবাংশুর।
কুণাল ঘোষ একটি পোস্ট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে তিনি টলিউডের অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য-র একটি ভিডিয়ো পোস্ট করেন। সোশ্যালেই হল কাদা ছোঁড়াছুড়ি।
দ্যা সোশ্যাল বাংলা , ডিজিটাল ডেস্ক : আরজি কর নিয়ে প্রতিদের ঝড় উঠেছে বাংলায়। ১ মাসের বেশি সময় ধরে আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তাররা। ঘটনার দায় উঠছে প্রশাসনের দিকে। ফলে, সাধারণ মানুষের মধ্যে তৃণমূল নিয়ে তৈরি হচ্ছে বিক্ষোভ। এদিকে, উলটোদিকে রাজ্যের শাসকদল রাম-বামদের উপর দায় চাপাতে ব্যস্ত।
কুণাল ঘোষ একটি পোস্ট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে তিনি টলিউডের অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য-র একটি ভিডিয়ো পোস্ট করেন। যা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এই কুণাল ঘোষ, আর এই যে ছেলেটা, আমি নামও ভুলে যাই, হ্যাঁ দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে, দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবে না। বাড়িতে বসে বসে প্রেসকে লেকচার দেয়। একদিন না একদিন পাবলিকের সামনে আসতেই হবে। একদিন না একদিন, ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক ওদের কাছে।’
এই ভিডিয়োটি কুণাল এক্স হ্যান্ডেল ও ফেসবুক দু জায়গাতেই শেয়ার করেন। লেখেন, ‘হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।’
দেবাংশুও ফেসবুক ও এক্স, দু জায়গাতেই উত্তর করেছেন। শুধু উত্তরের ধরণটা বদলেছে। এক্সে লোকসভা ভোটে হেরে যাওয়া তৃণমূল নেতা দেবাংশু লিখেছেন, ‘গলা শুনেই মনে হচ্ছে বড় দজ্জাল মহিলা গো! বিনয় কোঙ্গারের মত "লাইফ হেল" করে দেবে…’
আর অন্য দিকে ফেসবুকে তাঁর জবাব, ‘বলছ তাহলে Kunal দা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো "লাইফ হেল" করে দেবে তো! এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।’
0 Comments
Leave a Comment