ফাইল চিত্র
প্রতি বছরের মতো এ বারও নিজের পাওয়া স্মারকগুলি নিলামে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে নমামি গঙ্গে প্রকল্পের তহবিলে।প্রসঙ্গত, এই অনলাইন নিলামে ৬০০-রও বেশি স্মারক রয়েছে, যেগুলি প্রধানমন্ত্রী বিভিন্ন সভা ও সমাবেশে উপহারস্বরূপ পেয়েছেন। এর মধ্যে রয়েছে নানা ভাস্কর্য, চিত্র, দেশীয় শিল্পনিদর্শন থেকে শুরু করে ২০২৪ প্যারা অলিম্পিকের নানা স্মারকও। সংশ্লিষ্ট ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে যে কেউ এগুলি সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতও। তিনি বলেছেন, ''এই উদ্যোগ ইতিহাসকে আরও আপন করে নিতে মানুষকে উদ্বুদ্ধ করবে। সেই সঙ্গে তাঁরা এই মহৎ উদ্যোগেও শামিল হতে পারবেন।'' শেখাওয়াত জানাচ্ছেন, ১৭ সেপ্টেম্বর থেকেই নিলাম শুরু হয়ে গিয়েছে। চলবে ২ অক্টোবর পর্যন্ত।
0 Comments
Leave a Comment