‘বুদ্ধিদীপ্ত মাথারা ফেডারেশনের মাথায়’ নাম না করে টলিউড কাণ্ডে তোপ দেব-ঋত্বিকের, থ্রেট কালচার নিয়ে পাল্টা জবাব স্বরূপের

Entry Thumbnail
টলিউড কাণ্ডে ফেডারেশনকে তোপ দেব-ঋত্বিকের, পাল্টা জবাব স্বরূপের
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা , ডিজিটাল ডেস্ক : কিছু মাস আগেই জোর বিতর্ক শুরু হয়েছিল ফেডারেশনের কাজ এবং অবস্থান নিয়ে। এবার ফের হেয়ার স্টাইলিস্ট হেনস্থার অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা করতেই ফের এক বিতর্ক উসকে গেল। এবার সেটা নিয়েই ফেডারেশনের কাজ নিয়ে প্রশ্ন তুললেন দেব এবং ঋত্বিক। পাল্টা জবাবে কী বললেন স্বরূপ বিশ্বাস?

কী বললেন ঋত্বিক?

কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী এবিপিকে বলেন, 'এটা যে থ্রেট কালচারই সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। সংগঠন এবং ট্রেড ইউনিয়নের কাজ তো উন্নতি করা। কিন্তু সেখানে হয়তো ধীরে ধীরে রাজনীতিকরণ ঘটছে, আর সেখান থেকেই এত জোর আসছে। বেআইনি হয়ে উঠছে সম্পূর্ণ।'

দেব কী জানিয়েছেন?

এদিন দেব বলেন, 'আমার ধারণা অনেক বুদ্ধিদীপ্ত মাথারা আছে এই ফেডারেশনের মাথায়। অনুরোধ করব কারও রোজগার যেন বন্ধ না করা হয়নি ব্যান কালচার বন্ধ হোক। কাজের পরিবেশের কারণে যদি কেউ আত্মহত্যা করতে যায় তাহলে সেটা ফেডারেশনের দায়িত্বের মধ্যেই পড়ে।' প্রসঙ্গত এর আগে যখন রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা হয়েছিল তখন জটিলতা তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় জট কাটে। বলা হয় ব্যান করা হবে না। কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।তবে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ উঠল তার পাল্টা জবাব দিয়েছেন সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি এদিন বলেন, ' এটা সৃজনশীল দুনিয়া, এখানে জোর করে কাজ বন্ধ করে দেওয়া বা হুমকি দেওয়ার মতো কোনও ঘটনা ঘটে না। কাউকে ব্যান বা সাসপেন্ড করা হলে তো নোটিশ ইস্যু করা হয়, যিনি আত্মহত্যা করতে গেছিলেন তাঁকে তথ্য প্রমাণ দিতে বলুন যে কোথায়, কোন জায়গায় ওকে সাসপেন্ড বা ব্যান করা হয়েছে।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'যাঁরা বলছেন দেখে নেব, বুঝে নেব, শেষ দেখে ছাড়ব তাঁদের থেকে জানতে চাই এটা থ্রেট নয়? এটাকে থ্রেট বলবেন না? আমার ভাষায় এটাকেই থ্রেট বলে।'

0 Comments

Leave a Comment