বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিছুদিন আগেও বাংলাদেশে চরম অস্থিরতা ছিল। সেক্ষেত্রে এবার পুজোয় বাংলাদেশ থেকে ইলিশ আসবে কি না তা নিয়ে কিছুটা হলেও সংশয়ে ছিল এপার বাংলা।
সামনেই পুজো। তার আগে বিরাট খুশির খবর। আর পুজো মানেই তো পেট পুজোও তো আছে। কিন্তু অনেকের আবার বাংলাদেশের ইলিশ ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন পুজো মানেই আসত বাংলাদেশের ইলিশ। তবে এবারও যাবতীয় সংশয়ের অবসান ঘটিয়ে চলে এল বাংলাদেশের ইলিশ।
বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিছুদিন আগেও বাংলাদেশে চরম অস্থিরতা ছিল। সেক্ষেত্রে এবার পুজোয় বাংলাদেশ থেকে ইলিশ আসবে কি না তা নিয়ে কিছুটা হলেও সংশয়ে ছিল এপার বাংলা।
তবে অবশেষে পুজোর আগে বাংলাদেশ থেকে চলে এল প্রচুর ইলিশ মাছ। সূত্রের খবর, বাংলাদেশ থেকে ট্রাক বোঝাই হয়ে প্রায় ১৭২টি পেটি বোঝাই বাংলাদেশের ইলিশ এসেছে। আরও কয়েকটি ট্রাকে করে আসছে ইলিশ। প্রায় ২৫ থেকে ৩০ টন ইলিশ আসতে পারে এপার বাংলায়।
0 Comments
Leave a Comment