হরিয়ানায় কংগ্রেস সরকারকে ক্ষমতায় আনতে হবে : বজরং পুনিয়া

Entry Thumbnail
বজরঙ পুনিয়া
Sujata Adhikari

হরিয়ানায় কংগ্রেস সরকারকে ক্ষমতায় আনতে হবে, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা তথা কুস্তিগীর বজরং পুনিয়া। কংগ্রেস নেতা এবং কুস্তিগীর বজরং পুনিয়া শনিবার হরিয়ানার ঝাজ্জরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সঙ্গীতা ফোগাটও। ভোট দেওয়ার পর বজরং পুনিয়া বলেছেন, “আমি হরিয়ানার জনগণকে যতটা সম্ভব ভোট দেওয়ার আবেদন করছি। এখন হরিয়ানায় কর্মসংস্থানের অভাব রয়েছে। ২০০৫-২০১৪ সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, সমাজের প্রতিটি স্তরের উন্নয়ন হয়েছে। গত ১০ বছরে খেলোড়ার, কৃষক, সৈনিক, যারাই আওয়াজ তুলেছেন, তাদের লাঠিচার্জ করা হয়েছে। তাই এই কথা মাথায় রেখে যতটা সম্ভব ভোট দিতে হবে। হরিয়ানায় কংগ্রেস সরকারকে ক্ষমতায় আনতে হবে।”

0 Comments

Leave a Comment