হরিয়ানা হাতছাড়া হতে চলেছে বিজেপির

Entry Thumbnail
ছবি : releated
Sujata Adhikari

হরিয়ানা হাতছাড়া হতে চলেছে বিজেপির। দুটি সংস্থার বুথফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলছে।রিপাবলিক-ম্যাট্রিজ ও ধ্রুব রিসার্চের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস এগিয়ে অনেকটাই। বিজেপির আসন কমছে। সেই সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের আসনও বাড়ছে।২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪০টি আসনে, কংগ্রেস জেতে ৩১টিতে। জননায়ক জনতা পার্টি ১০টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও হরিয়ানা লোকহিত পার্টি পেয়েছিল ১টি করে আসন। নির্দলরা জেতেন সাতটি আসনে। হরিয়ানায় এক দফায় আজই ভোট হয়েছে। কৃষকদের পাশাপাশি কুস্তিগীরদের ইস্যুও বড় হয়ে উঠেছিল এবারের নির্বাচনে। এবিপি নিউজ নিজেরা বুথফেরত সমীক্ষা করায়নি। ধ্রুব রিসার্চের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস এবার ৫৭টি আসনে জিততে পারে। বিজেপি ২৭টিতে। ৬টিতে অন্য়ান্যরা।রিপাবলিক-ম্যাট্রিজের এগজিট পোল অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৫৫ থেকে ৬২টি আসন। বিজেপির আসন হতে পারে ১৮ থেকে ২৪। আইএনএলডি ৩ থেকে ৬টি এবং জেজেপি শূন্য থেকে তিনটি আসনের মধ্যে থাকতে পারে। ২ থেকে ৫টি আসন যেতে পারে অন্যান্যদের ঝুলিতে। তবে আম আদমি পার্টি তেমন দাগ ফেলতে পারছে না হরিয়ানা বিধানসভায়। তেমনই ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়। যদিও এগজিট পোলের হিসেব যে সব সময় মেলে তা নয়। সেটাই এখন বিজেপির ভরসা। যদি এগজিট পোলের ফলাফল মিলে যায় তা বিজেপির পক্ষে বড় ধাক্কা হবে। বিশেষ করে লোকসভা নির্বাচনের পর। হরিয়ানায় মুখ্যমন্ত্রী বদলেও বিজেপি যে খুব একটা লাভ করতে পারেনি, তা বুথফেরত সমীক্ষাতেই স্পষ্ট।

0 Comments

Leave a Comment