ছবি : releated
সংবিধানের ৩৭০ ধারা রদের পরে প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে কে বাজিমাত করবে জম্মু ও কাশ্মীর? জাতপাতের অঙ্ক এবং ১০ বছরের প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার ধাক্কা সামলে হরিয়ানায় ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি?ধ্রুব রিসার্চের সমীক্ষায় অনুযায়ী, ৫৭-৬৪টি আসনে জিততে পারে কংগ্রেস। আর বিজেপির ঝুলিতে যেতে পারে ২৭-৩২টি আসন। অর্থাৎ আরও একটি সমীক্ষায় বিজেপি সরকারের পতনের আভাস দেওয়া হল।পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স। জিততে পারে ৩৩-৩৫টি আসন। কংগ্রেস ১৩-১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩-৩৭টি আসন। পিডিপির ঝুলিতে যেতে পারে সাতটি থেকে ১১টি আসন। অর্থাৎ ইন্ডিয়া জোট মিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৯০টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে ৫৫টি আসন। অর্থাৎ এককভাবে সরকার গঠন করবে কংগ্রেস। ক্ষমতাচ্যুত হতে পারে।২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি। যা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০। আর ম্যাজিক ফিগার হল ৪৬। কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। জননায়ক জনতা পার্টি (জেপিপি) জিতেছিল ১০টি আসনে।এবার হরিয়ানায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াইয়ে কিংমেকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি (জেপিপি), আম আদমি পার্টি (আপ) এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)। আইএনএলডি থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে ২০১৯ সালে হাত মিলিয়েছিল জেপিপি। আইএনএলডির নেতৃত্বে আছেন চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা।রিয়ানার মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০। একটি দফায় ভোট হয়েছে আজই। একটি দফায় আজ ভোট হয়েছে আজ। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর ঝড়ে হরিয়ানায় কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার আগেই থেমে গিয়েছিল পদ্মশিবির। শেষপর্যন্ত জননায়ক জনতা পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল।জম্মু ও কাশ্মীরে তিনটি দফায় বিধানসভা নির্বাচন হয়েছে - ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি দফায় জম্মু ও কাশ্মীরে মোট ৬৩.৮৮ শতাংশ ভোট পড়েছে। পুরুষদের ভোটদানের হার হল ৬৪.৬৮ শতাংশ। আর মহিলাদের ভোটদানের হার হল ৬৩.০৪ শতাংশ। আর তৃতীয় লিঙ্গের ভোটারদের মধ্যে হল ৩৮.২৪ শতাংশ।
0 Comments
Leave a Comment