কোথাও ৪০ কিমিতে ঝড়, কোথাও ১২০ কিমি- আজ থেকে বাংলার কোন জেলায় কত বেগে তাণ্ডব?
কোথাও ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। কোথাও ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১২০ কিমি। ঘূর্ণিঝড় দানার প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলায় আগামী কয়েকদিন কত বেগে ঝোড়ো হাওয়া বইবে? কখন কোন জেলায় ঝড়ের বেগ কত থাকবে? তা দেখে নিন।
কিছুটা গতি কমল ঘূর্ণিঝড়ের। শেষ ছয় ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৫৭০ কিমি, ওড়িশার ধামারার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৫২০ কিমি এবং ওড়িশার পারাদ্বীপের দক্ষিণ-পূর্বে ৪৯০ কিমি দূরে আছে ঘূর্ণিঝড় ‘দানা’। যা একটা সময় ঘণ্টায় ১৮ কিমি বেগে অগ্রসর হচ্ছিল। তা থেকে কিছুটা গতি কমেছে।গতি কমলেও ঘূর্ণিঝড়ের শক্তি কমেনি। বরং ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় দানা। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার ভোরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে ভূভাগে প্রবেশ করবে প্রবল ঘূর্ণিঝড়। যে জায়গায় ল্যান্ডফল হবে, তা ওড়িশার ধামারা এবং ভিতরকণিকার কাছে অবস্থিত। বৃহস্পতিবার রাত ১১ টা ৩০ মিনিট থেকে শুক্রবার ভোর ৫ টা ৩০ মিনিটে মধ্যে ল্যান্ডফল হতে পারে। সেইসময় ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আজ সন্ধ্যা থেকেই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগে ৬০ কিমিতে পৌঁছে যাবে। বৃহস্পতিবার সকাল থেকে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ ৮০ কিমি ছুঁয়ে ফেলতে পারে। তারপর যত সময় যাবে, তত ঝোড়ো হাওয়ার বেগ বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১০০-১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর দমকা হাওয়ার বেগ ১২০ কিমিতে পৌঁছে যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ এবং সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা) এলাকায় ঘণ্টায় ৮০-৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। কখনও কখনও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১০০ কিমি ছুঁয়ে ফেলতে পারেসাগরদ্বীপ এবং সুন্দরবন ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে ঝড় হবে। দমকা হাওয়ার বেগ ৯০ কিমিও হতে পারে। তাছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কখনও কখনও ঝড়ের বেগ ৮০ কিমিতেও পৌঁছে যেতে পারে।
0 Comments
Leave a Comment