বিনামূল্যে LPG কানেকশন দেবে সরকার

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

গ্রাম থেকে শহর, বর্তমানে এদেশের বেশিরভাগ বাড়িতে এলপিজি গ্যাসে রান্না হয়। উনুন কিংবা স্টোভে রান্না করার চল এখন একপ্রকার উঠেই গিয়েছে। এর নেপথ্যে অনেকখানি বড় ভূমিকা রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের (Government Scheme)। ভারতবর্ষের দারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলিতেও যাতে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে যায়, সেই লক্ষ্যে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল কেন্দ্র। এই স্কিমের মাধ্যমে একেবারে ফ্রি-তে এলপিজি গ্যাস কানেকশন পাওয়া যায়।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে এলপিজি সংযোগ দেওয়া হয় পরিবারের একজন মহিলার নামে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি বিপিএল তালিকাভুক্ত হতে হবে। সেই সঙ্গেই তাঁর বয়স ১৮ বছরের বেশি হওয়া বাধ্যতামূলক। একইসঙ্গে যাদের বাড়িতে এলপিজি গ্যাস সংযোগ নেই, তাঁরাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করতে গেলে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদনপত্র পাওয়া যায়। অনলাইনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেটি পূরণ করে এলপিজি (LPG Gas) ডিস্ট্রিবিউটরের অফিসে জমা করে দিতে হবে।অন্যদিকে অফলাইনে এই প্রকল্পে (Government Scheme) আবেদন করতে চাইলে সরাসরি এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিস থেকে আবেদনপত্র নিতে হবে। এরপর তা পূরণ করে সেখানেই জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার পর আবেদনকারীর নথি যাচাই এবং যোগ্যতা যাচাই হবে। এরপর যদি সেই আবেদনপত্র গৃহীত হয়, তাহলে এলপিজি কানেকশন সম্বন্ধিত নির্দেশ জারি করা হবে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের উপভোক্তারা বিশেষ ভর্তুকিও পেয়ে থাকেন। বর্তমানে এদেশের অগুনতি বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি কানেকশন পৌঁছে গিয়েছে।

0 Comments

Leave a Comment