সারাদিনে কত রোজগার হয়? প্রশ্ন রাহুলের, ‘‌কুচ নেহি বাচতা হ্যায়’, জবাব নাপিতের

Entry Thumbnail
ছবি : releated
Bikash Deb

দ্যা সোশাল বাংলা , বিশেষ প্রতিনিধি : এক্স হ্যান্ডেলে যে নাপিতকে দেখা যাচ্ছে, তাঁর নাম অজিত। যিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছেন। শোনাচ্ছেন তাঁর জীবন সংগ্রামের কথা। নাপিত অজিতের চারটি শব্দের একটি বাক্য তুলে ধরেছেন রাহুল এক্স হ্যান্ডেলে। আর প্রত্যেক খেটে খাওয়া এবং মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা যে ভারতে আজ এরকমই সেটা বুঝিয়ে দিয়েছেন রাহুল।লোকসভার বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। আর সেই ভিডিয়ো থেকে বার্তা দিয়েছেন গরিব মানুষের জীবনযাত্রার। মানুষের জীবন কত কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে তা তুলে ধরেছেন রাহুল গান্ধী। যেখানে দেখা যাচ্ছে, একজন স্থানীয় নাপিতের সঙ্গে কথা বলছেন কংগ্রেস সাংসদ। আর সেখানেই উঠে আসে জীবনের কঠিন বাস্তবের কথা। যে কঠিন লড়াই করে একজন নাপিত জীবন সংগ্রামের মধ্যে দিয়ে সংসার চালাচ্ছেন।

আর তাঁর একটি কথা শুনে হৃদয়ে লেগেছে রাহুল গান্ধীর। যার পরই বুকে জড়িয়ে ধরেছেন রাহুল ওই নাপিতকে।এক্স হ্যান্ডেলে যে নাপিতকে দেখা যাচ্ছে, তাঁর নাম অজিত। যিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছেন। শোনাচ্ছেন তাঁর জীবন সংগ্রামের কথা। কত কষ্ট করে সংসার চালাতে হয় তাঁকে। সেখানে নাপিত অজিতের চারটি শব্দের একটি বাক্য তুলে ধরেছেন রাহুল এক্স হ্যান্ডেলে। আর প্রত্যেক খেটে খাওয়া এবং মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা যে ভারতে আজ এরকমই সেটা বুঝিয়ে দিয়েছেন রাহুল। গোটা কথোপকথনের মধ্যে নাপিত অজিত রাহুল গান্ধীকে বলেন, ‘‌কুচ নেহি বাচতা হ্যায়’‌। অর্থাৎ বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কিছুই বাচে না। সব খরচই হয়ে যায়। অর্থাৎ সঞ্চয় বলে কিছুই থাকে না নাপিত অজিতের জীবনে।এটাই খুব কঠিন বাস্তব। যা তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌অজিত ভাইয়ের এই চারটি শব্দের একটি কথা এবং তাঁর চোখের জল প্রত্যেক খেটে খাওয়া গরিব এবং মধ্যবিত্ত মানুষের জীবনের কাহিনী বলে দিয়েছে এই ভারতের। নাপিত থেকে মুচি, কুমোর এবং ছুতোর মিস্ত্রির আয় কমে যাচ্ছে। আর মূল্যবৃদ্ধি ছিনিয়ে নিচ্ছে যাঁরা নিজের হাতে খেটে স্বপ্ন দেখছেন দোকান, বাড়ি এবং আত্মসম্মান।’‌ আজকের ভারতের পরিস্থিতি এমনই। এই কথা বলে আসনে কেন্দ্রের এনডিএ সরকারকেই তুলোধনা করলেন রাহুল গান্ধী।শুধু লেখা নয়, শেয়ার করেছেন অজিতের সঙ্গে কথা বলার ভিডিয়োও। আর তার সঙ্গে রাহুল গান্ধীর পরামর্শ, ‘‌এখন যেটা দরকার সেটা হল আধুনিক সমাধান। নতুন প্রকল্পের দরকার যার মাধ্যমে রোজগার বাড়বে। বাড়িতে সঞ্চয় নিয়ে যেতে পারবেন মানুষ। এই সমাজের প্রত্যেক ক্ষেত্রে মেধা রয়েছে, কঠোর পরিশ্রম রয়েছে। যা দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা সম্ভব। কিন্তু বাকি থেকে যাচ্ছে অনেক কিছু।’‌ ওই ভিডিয়ো–তে দেখা যাচ্ছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাপিত অজিত ভাইয়ের চেয়ারে বসে দাড়ি ঠিক করছেন। সারাদিনে কত টাকা রোজগার হয়?‌ জিজ্ঞাসা ক

0 Comments

Leave a Comment