ফাইল চিত্র
তাঁর মধ্যে 'অলৌকিক' ক্ষমতা আছে। সহপাঠীদের কাছে একাধিক বার বলেছেন। এ বার সেই ক্ষমতা প্রমাণে হস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিলেন এক তরুণ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণের হাত, পা ভেঙেছে। মাথায় গুরুতর চোট রয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে।পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম এ প্রভু। তিনি বিটেকের তৃতীয় বর্ষের পড়ুয়া। হস্টেলের সহপাঠীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাঁদের কাছে প্রভু প্রায়ই বলতেন তাঁর 'অলৌকিক' ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতার জোরে যে কোনও বহুতল থেকে ঝাঁপ দিতে পারেন। ঝাঁপ দিলেও তাঁর কিছুই হবে বলে দাবি করতেন। সহপাঠীরা তাঁর কথায় খুব একটা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু নিজের সেই ক্ষমতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন প্রভু।পুলিশ আরও জানতে পেরেছে, প্রভু তাঁর সহপাঠীদের কাছে দাবি করতেন, এক তান্ত্রিক তন্ত্রমন্ত্রের সাহায্যে তাঁকে এই 'অলৌকিক' ক্ষমতা দান করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নগাদ হস্টেলের পাঁচ তলায় যান প্রভু। সেখানে আরও অনেকে ছিলেন। তাঁরা নিজেদের মধ্যে গল্প করছিলেন। আচমকাই সকলের সামনে পাঁচ তলা থেকে ঝাঁপ দেন প্রভু। তাঁর এই কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
0 Comments
Leave a Comment