ফাইল চিত্র
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) শুভ সূচনা আগামিকাল। তার আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলেন রোহিত শর্মারা। মার্কিন মুলুকে প্রথম বার খেলছে ভারতীয় ক্রিকেট টিম। টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ার্ম আপ ম্যাচে ব্যাট হাতে কেমন পারফর্ম করল রোহিত ব্রিগেড। রইল বিস্তারিত।বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে স্যামসনের সঙ্গে ওপেনিংয়ে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম তুলে নেন সঞ্জুর উইকেট। ১ রানে ফেরেন তিনি। তারপর পাওয়ার প্লে-র পরের ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট ঝুলিতে ভরেন মাহমুদুল্লাহ। রোহিত ফিরতে সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ জুটি বাঁধেন। তিনে নামা ঋষভ ৩২ বলে ৫৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়। ১১.১ ওভারে তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরে ঋষভ পন্থ হাঁকালেন হাফসেঞ্চুরি।পন্থ ফিরলে শিবম দুবে মাঠে আসেন। ১৬ বলে ১৪ রান করে ১৫ ওভারে মাঠ ছাড়েন অলরাউন্ডার শিবম দুবে। এরপর স্কাইয়ের সঙ্গে পার্টনারশিপ গড়েন হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ৩১ রান করেন স্কাই। ১৭তম আইপিএলে বিরাট সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। এখন আইপিএল অতীত, দেশের জার্সিতে ফিরেই হার্দিক পান্ডিয়া দেখালেন ব্যাটিং ধামাকা। তার মধ্যে ১৭তম ওভারে হার্দিককে দেখা যায় ছক্কার হ্যাটট্রিক করতে।২৩ বলে ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া।
0 Comments
Leave a Comment