ফাইল চিত্র
Sujata Adhikari
নিজেরা যে দাম বাড়াবে, সেই ইঙ্গিত দিয়ে রাখল এয়ারটেল। সেইসঙ্গে বাকিদেরও একই পথে হাঁটার ‘পরামর্শ’ দিল টেলিকম সংস্থা। সোমবার ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল জানিয়েছেন, ভারতের টেলিকম সেক্টরে 'রিটার্নস অন ক্যাপিটাল এমপ্লয়েড'-র পরিমাণ কম। আর সেই কারণে দাম বাড়ানোর পক্ষে সওয়াল করেন ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর।ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর জানান, ভারতে ‘রিটার্নস অন ক্যাপিটাল এমপ্লয়েড’ মাত্র ১১ শতাংশ। যাতে টেলিকম সেক্টরে লগ্নির ধারা বজায় রাখা যায়, সেজন্য সার্বিকভাবে তাঁদের ক্ষেত্রে দাম বাড়ানোর দরকার আছে বলে মনে করছে এয়ারটেল।
0 Comments
Leave a Comment