পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব এবার বিপ্লব দেবের কাঁধে  

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

 পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ৪ সদস্যের প্রতিনিধিদল যাবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।  পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সদস্যের দল গঠন করেছেন খোদ বিজেপি সভাপতি জেপি নড্ডা। আগামী সপ্তাহেই এই দল রাজ্যের বিভিন্ন সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শন করবে বলে বিজেপি সূত্রে খবর।বিজেপির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার সদস্যের প্রতিনিধিদলের আহ্বায়ক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা নির্বাচনে ওই রাজ্য থেকে জয়ী বিজেপি প্রার্থী বিপ্লব দেব। এছাড়া থাকবেন জয়ী বিজেপি প্রার্থী রবিশংকর প্রসাদ, ব্রজলাল ও কবিতা পাতিদার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট হয়েছে। ২টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসার ধারা অব্যহত রয়েছে। আর ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে  ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলগুলির নেতা - কর্মীদের নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।বঙ্গ বিজেপির আবেদনের ভিত্তিতে রাজ্যে ২১ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে আদালত। ওদিকে শয়ে শয়ে আক্রান্ত বিজেপি কর্মী কলকাতাসহ জেলার বিভিন্ন দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা পেতে আদালতের দিকে তাকিয়ে তারা। এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধিদল।

0 Comments

Leave a Comment