রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও- রিপোর্ট

Entry Thumbnail
রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও- রিপোর্ট
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা , ডিজিটাল ডেস্ক : ২৮ অথবা ২৯ এপ্রিল দিল্লিতে রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অজিত আগরকর। টি২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে এই বৈঠক। বিরাট কোহলি কোন পজিশনে খেলবেন, তা নিয়ে আলোচনা হতে পারে। উইকেটরক্ষক ও অলরাউন্ডার পজিশন নিয়েও হবে আলোচনা।চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দিল্লিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় নির্বাচক কমিটির সদস্যরা। দিল্লিতে রোহিতের সঙ্গে বৈঠকে থাকবেন অজিত আগরকর। রবিবার ২৮ এপ্রিল অথবা সোমবার ২৯ এপ্রিল, ভারত অধিনায়কের সঙ্গে দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠক সেরে ফেলবেন নির্বাচকরা। ১ মে টি২০ বিশ্বকাপের স্কোয়াড জমার শেষ দিন। ফলে তার এক বা দুদিন আগেই সেই কাজটা সেরে ফেলতে চলেছেন বোর্ডের নির্বাচকরা। ২৭ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর ফের মঙ্গলবার অর্থাৎ ৩০ তারিখ ম্যাচ। এরই মধ্যে তাই মুম্বই দলের সঙ্গে থাকা রোহিতের সঙ্গে কথা বলে নিতে চাইছেন আগরকর। শনিবার ম্যাচ দিল্লিতে। ফলে রবিবারই হাইভোল্টেজ মিটিংয়ের সম্ভাবনা বেশি। কদিন আগেই রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় দল নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে যে বিরাট কোহলিকে ওপেন করতে বলা হয়েছে, তা একদমই গুঞ্জন। রোহিতের বক্তব্য ছিল যতক্ষণ না কোচ, নির্বাচক বা তিনি নিজে কিছু বলছেন, ততক্ষণ দল নিয়ে হওয়া সব চর্চাই স্রেফ জল্পনার অঙ্গ মাত্র। বছর শুরুতে আফগানিস্তান সিরিজেই রোহিত শর্মার সঙ্গে টি২০তে প্রত্যাবর্তন হয়েছিল বিরাট কোহলির। এরপর থেকেই সকলের ধারনা হয়েছিল দুজনেই টি২০ বিশ্বকাপ খেলবেন। কিন্তু হঠাৎই বোর্ড সচিব এক অনুষ্ঠানে গিয়ে বলেন রোহিত অধিনায়কত্ব করবে, রাহুল দ্রাবিড় কোচ থাকবেন। বিরাটের সঙ্গে তাঁরা কথা বলবেন। সেই সময় তিনি দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এরপর আইপিএলে ফিরেই সর্বোচ্চ রানের দৌড়ে রয়েছেন তিনি। ব্যাট হাতে নিজের ছন্দেই আছেন, ফলে তাঁকে নিয়ে বৈঠকে আলোচনা যে হবে তা নিশ্চিত। 

এছাড়াও আরও দুটি বিষয় রয়েছে এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে। প্রথমত উইকেটরক্ষক পজিশনে অভিজ্ঞ লোকেশ রাহুল, ঋষভ পন্ত। নাকি ফর্মে থাকা সঞ্জু স্যামসন, ওয়েস্ট ইন্ডিজ-মার্কিন যুক্তরাষ্ট্রে এই পজিশনে কে খেলবেন? 

এছাড়াও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে হবে কারণ তিনি সহ অধিনায়ক। তবে শিবম দুবে এবারের আইপিএলে যে ছন্দে রয়েছেন তাতে তিনি সুযোগ পাবেন কিনা। এছাড়াও লোয়ার অর্ডারে হার্দিক এবং জাদেজা একসঙ্গে খেললে রিঙ্কু সিংকে কীভাবে ব্যবহার করা হতে পারে, সেই নিয়ে আলোচনা হতে চলেছেন গুরুত্বপূর্ণ বৈঠকে।

৫ই জুন, নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মা ব্রিগেড। অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার হয়ত এটাই শেষ সুযোগ রোহিত শর্মা কাছে। 

0 Comments

Leave a Comment