রিয়ান পরাগ

আইপিএল ২০২৫-এর প্রথম দু'ম্যাচে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয়ে প্রবল চাপে ছিল রাজস্থান রয়্যালস। শেষমেশ নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্টের খাতা খোলেন রিয়ান পরাগরা। যদিও চেন্নাইকে হারিয়েও স্বস্তির নিঃস্বাস ফেলার সময় পেলেন না রাজস্থানের অস্থায়ী দলনায়ক রিয়ান। কেননা চেন্নাই ম্যাচের শেষেই তাঁর উপর নেমে আসে বিসিসিআইয়ের শাস্তির খাড়া। এক্ষেত্রে রিয়ানের দল দোষ করায় শাস্তি পেতে হল ক্যাপ্টেনকে।রবিবার গুয়াহাটিতে সিএসকের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি রাজস্থান রয়্যালস। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা। যে কারণে শাস্তি হয় রাজস্থান দলনায়ক রিয়ান পরাগের। যেহেতু আইপিএলের চলতি মরশুমে এটি রাজস্থান রয়্যালসের প্রথম ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই ক্যাপ্টেনকে নূন্যতম জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়।চলতি মরশুমে রাজস্থানের প্রথমবার আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ২.২২ ধারা অনুযায়ী রিয়ান পরাগকে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পার পেয়ে গিয়েছেন দলের বাকি ক্রিকেটাররা। যদিও ফের এমন ভুল করলে ক্যাপ্টেনের সঙ্গে মাশুল গুনতে হবে প্রথম একাদশের বাদি খেলোয়াড়দেরও। এমনকি শাস্তি হবে ইমপ্যাক্ট প্লেয়ারেরও।
0 Comments
Leave a Comment