হেডকে আউট করে সিরাজের আস্ফালন

Entry Thumbnail
মুখোমুখি হেড ও সিরাজ
Sujata Adhikari

 অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড। যদিও তাঁকে আউট করার পরে ভারতের পেসার মহম্মদ সিরাজ উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন অজি তারকার সঙ্গে। হেড আক্ষরিক অর্থেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অন্য প্রান্তে পরপর উইকেট পড়া সত্ত্বেও হেড কাউন্টার অ্যাটাকিং ইনিংস খেলেন।ব্যক্তিগত ১৪০ রানে হেডের বিনোদনমূলক ইনিংসের অবসান ঘটে। সিরাজের ইয়র্কার বলে বাঁহাতি ব্যাটার বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তবে আউট হওয়ার পরেই ভারতীয় পেসারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় হেডের। দুরন্ত ডেলিভারিতে হেডকে পরাস্ত করার পরে সিরাজ স্বভাবসুলভ আগ্রাসন দেখান।দাপুটে ইনিংস খেলা হেডও চুপ থাকার পাত্র ছিলেন না। তিনিও মাঠ ছাড়তে ছাড়তে পালটা জবাব দেন। সিরাজ তখন হাত উঁচিয়ে অজি তারকাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। সিরাজের ডেলিভারিটি অনবদ্য ছিল সন্দেব নেই। তবে আউট হওয়ার আগে হেড একতরফা দাপট দেখান ভারতীয় বোলারদের উপরে। তিনি ১৪১ বলের ইনিংসে ১৭টি চার ও ৪টি ছক্কা মারেন।হেডের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে অ্যাডিলেড ওভালে দর্শকদের রোষের মুখে পড়েন মহম্মদ সিরাজ। হেডকে আউট করার পরে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয় ভারতীয় পেসারকে। আসলে হেডকে তাচ্ছিল্য করার ঘটনা ভালো চোখে দেখেননি অজি সমর্থকরা। দর্শকরা ক্রমাগত উত্যক্ত করার পরে সিরাজকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সম্ভবত স্টেডিয়ামে দর্শকদের বিদ্রুপ করার ঘটনা নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেন সিরাজ।দ্বিতীয় দিনের প্রথম সেশনে ন্যাথন ম্যাকসুইনি এবং স্টিভ স্মিথ দ্রুত আউট হওয়ার পরে ক্রিজে আসেন হেড। পরপর উইকেট পড়লেও তার স্বাভাবিক আক্রমণাত্মক মেজাজ থেকে সরে আসেননি ট্র্যাভিস। অজি তারকা ইচ্ছামতো বাউন্ডারি আদায় করে নেন। ভারতীয় বোলারদের যারপরনাই বিরক্ত করেন তিনি। হেড ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ১১১ বলে। সাহায্য নেন ১০টি চার ও ৩টি ছক্কার।

0 Comments

Leave a Comment