IPL 2024

আইপিএল ২০২৪-এর প্রথম কোয়ালিফায়ারের ঠিক আগে আমদাবাদ বিমানবন্দরে জঙ্গি সন্দেহে চারজন গ্রেফতার হওয়ার পরেই নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ ঘিরে দেখা দেয় দুশ্চিন্তা।
তবে আয়োজকরা যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই, এমনটা বলা যাবে না মোটেও। সেটা বোঝা যায় অন্য একটি ঘটনায়। নিরাপত্তজনীত সংশয়ের কারণেই এলিমিনেটর ম্যাচের আগে আরসিবি তাদের অনুশীলন বাতিল করে। বাতিল করা হয় সাংবাদিক সম্মেলনও।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচের আগে মঙ্গলবার আরসিবির অনুশীলন করার কথা ছিল আমদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে। তবে সরকারিভাবে কোনও কারণ না জানিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অনুশীলন বাতিল করে। যদিও তার আগে রাজস্থান রয়্যালস একই মাঠে তাদের অনুশীলন সারে।
0 Comments
Leave a Comment