রোহিত শর্মা
Sujata Adhikari
ভারতীয় দলে তিন ফরম্যাটেই ক্যাপ্টেন। যদিও মুম্বই ইন্ডিয়ান্সে এখন আর তিনি ক্যাপ্টেন নন। তবে লিডারের আবার নামের পাশে ক্যাপ্টেন থাকার প্রয়োজন পড়ে নাকি! মুম্বই ইন্ডিয়ান্স শিবিরও এটা ভালো ভাবেই জানে। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। তরুণ দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয়। ক্যাপ্টেন রোহিতই শুধু নন, ব্যাটার রোহিতও দুর্দান্ত ফর্মে ছিলেন। এ বার আইপিএলে জ্বলে ওঠার পালা। এর মধ্যেই হার্দিক কে ক্যাপটান করায় অখুশি মুম্বাই ফ্যান ।
0 Comments
Leave a Comment