RCB-র একাদশ

Entry Thumbnail
RCB
Sujata Adhikari

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৪ সংস্করণে বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে স্মৃতি মন্ধানার আরসিবি। ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেটাই হয়তো এবার আইপিএলে অনুপ্রাণিত করবে আরসিবি পুরুষ দলকে।

টুর্নামেন্টের ওপেনিং ম্যাচেই খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছে আরসিবি। কিন্তু ১৬ মরশুম খেলেও ট্রফির খরা কাটেনি। এবার তাই ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বে আরসিবি তাদের ট্রফির খরা কাটাতে মরিয়া হয়ে থাকবে।

আরসিবি-র মিডল অর্ডারও তারকাখচিত। টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের একজন হলেন গ্লেন ম্যাক্সওয়েল। যিনি ব্যাটিং অর্ডারের তিনে নামবেন। চোটের কারণে গত মরশুমে খেলতে না পারা রজত পতিদার সম্ভবত চার নম্বরে ব্যাট করবেন। আর পাঁচে নামতে পারেন ক্যামেরন গ্রিন, যাঁকে এই বছর আরসিবি দলে নিয়েছে। গ্রিন নিঃসন্দেহে মিডল অর্ডারের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবেন। পাশাপাশি ম্যাক্সওয়েল স্পিনার হিসেবে এবং গ্রিন পেসার হিসেবেও বল হাতে অবদান রাখতে সক্ষম।

ফিনিশার হিসেবে অভিজ্ঞ দীনেশ কার্তিক তো রয়েছেনই। ২০২৩ আইপিএলে অবশ্য কার্তিক সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তবে তাঁর উপর এবারও ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। আর তিনি পারফরম্যান্স না করতে পারলে তাঁর পরিবর্ত হিসেবে তরুণ অনুজ রাওয়াত রয়েছেন।

২০২৪ আইপিএলের আরসিবির সম্ভাব্য একাদশ: ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমরোর, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ, কর্ণ শর্মা, যশ দয়াল। 

0 Comments

Leave a Comment